WART/ আঁচিল

WART/ আঁচিল
WART বা Verruca বা আঁচিল একটি ভাইরাসজনিত রোগ। Human Papilloma Virus নামক একটি ভাইরাস দিয়ে এটা হয়। হাত, পা, শরীর, মুখমণ্ডল, মুখের ভিতরের অংশে ও জননাঙ্গে এটি হতে পারে। নখের পাশে ও নখের নীচে (peri & subungual) এটা কঠিন ও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।
Types of Warts/ আঁচিল কত রকমের হয়?
1. Verruca Vulgaris/ Common warts — হাত, পা, মুখ, শরীরে বেশি হয়।
২. Plantar Warts — পায়ের নিচে। মাঝে মাঝে খুব painful হয় ও হাঁটাচলার সমস্যা করে।
৩. Verruca plana/ Flat warts — শরীরের যেকোনো অংশে হতে পারে। তবে মুখমণ্ডল, হাত পায়ে বেশি বেশি হয়। সংখ্যায় অনেক হতে পারে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
৪. Genital Warts — নারী-পুরুষের জননাঙ্গ এবং পায়খানার রাস্তায়/ রাস্তার পাশে ( Anal & perianal) হয়। এদের সাথে অন্যান্য যৌন বাহিত রোগ ( Sexually Transmitted Diseases) থাকতে পারে । যৌন মিলনের সময় এটা sexual partner এর শরীরে সংক্রমিত হতে পারে।



Treatment/ চিকিৎসা:
Dr. Dey’s Dermacare এ আমরা আঁচিলের জন্য যেসব option ব্যবহার করি—
১. লাগানোর ওষুধ / Topicals
২. Cryotherapy — liquid nitrogen gas spray
৩. CO2 Laser
সাধারণত এটা একটা কম ক্ষতিকর অসুখ। তবে দীর্ঘদিন থাকলে জটিলতা বাড়তে পারে, নিজের শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, অন্যদের দেহে সংক্রমিত হতে পারে এবং খুব কম সংখ্যক ভবিষ্যতে চামড়ার ক্যান্সারে (Squamous cell carcinoma)রূপ নিতে পারে।
চিকিৎসায় আঁচিল শতভাগ নিরাময় সম্ভব। তাই রোগ পুষে না রেখে দ্রুত চিকিৎসা নিন — ভবিষ্যতের জটিলতা এড়িয়ে চলুন।
কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?
আমাদের আছে —-
- অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ
- USFDA approved যন্ত্রপাতি / Equipment
- State-of-the-art technology
- Result oriented চিকিৎসা
- রোগীদের সন্তুষ্টি
- চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.
Appointment: 01940141124
01835495051
Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
05 PM — 09 PM