VITILIGO TREATMENT/ শ্বেতী রোগের চিকিৎসা

VITILIGO TREATMENT/ শ্বেতী রোগের চিকিৎসা

শরীরের স্থানে স্থানে তার চামড়ার স্বাভাবিক রং নষ্ট হয়ে সাদা দেখায়। এটাই শ্বেতী বা Vitiligo. বিশ্বের প্রায় এক শতাংশ মানুষ এ রোগে আক্রান্ত। মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকজীবনে এটা একটা বড়সড় সমস্যা।

VITILIGO / শ্বেতী
শ্বেতী কিভাবে হয়/ What causes Vitiligo?
  1. মানুষের শরীরের চামড়াকে তার স্বাভাবিক রং দিয়ে থাকে মেলানিন (Melanin), যেটা চামড়ার melanocyte নামক কোষ থেকে তৈরি হয়। শরীর নিজেই নিজের শরীরের মেলানোসাইটের বিরুদ্ধে antibody তৈরি করে এবং melanocyte কে ধ্বংস করে। ফলে ঐ ধ্বংসপ্রাপ্ত melanocyte এর উপরের অংশে কোনো Melanin সরবরাহ থাকে না– চামড়ার রং সাদা হয়ে যায়। এটাই শ্বেতী বা Vitiligo.
  2. কখনো কখনো অতিরিক্ত সূর্যালোক থেকেও শ্বেতী হতে পারে।
  3. পুরুষ মহিলা সবার শ্বেতী হতে পারে।
  4. এটা সংক্রামক অসুখ না এবং ছোঁয়াছুয়ি থেকে শ্বেতী হয় না।
  5. কোনো কোনো Systemic Disease থেকে শ্বেতী হতে পারে। যেমন–থাইরয়েড হরমোনের অস্বাভাবিকতা, ডায়াবেটিস ইত্যাদি।
  6. এটা জীবনসংশয়কারী (life threatening) কোনো অসুখ না। তবে সামাজিক stigmata অতি প্রবল। কাজেই সময়মতো সঠিক চিকিৎসা নেওয়া জরুরী।
VITILIGO / শ্বেতী

কিভাবে শ্বেতী রোগ নির্ণয় করা হয়/ How will Vitiligo be diagnosed?

এটা খুবই সহজ ও সাধারণ পদ্ধতি। পয়সা খরচ করে lab investigation এর দরকার হয় না। চেম্বারে Woods Lamp থাকলেই হলো। একটু সাদা দাগ দেখলেই চিকিৎসক Woods Lamp দিয়ে রোগের প্রাথমিক পর্যায়েই Vitiligo diagnosis confirm করতে পারেন। কাজেই দ্রুত আধুনিক চিকিৎসা নিন ও ভালো থাকুন।

শ্বেতী কি চিকিৎসায় ভালো হয়/ Can Vitiligo be cured?

সময়মতো ও সঠিক চিকিৎসায় শ্বেতী ভালো হয়ে যায়। তবে শরীরের আক্রান্ত স্থান অনুসারে এবং ব্যক্তিবিশেষে ( person to person) এটার চিকিৎসার সময়কাল (duration of treatment) নির্ভর করে।

আমাদের কাছে শ্বেতীর চিকিৎসার কি কি সুবিধা আছে/ How can Vitiligo be treated??
  1. খাবার ওষুধ, লাগানোর মলম / লোশন।
  2. NBUVB (Narrow Band Ultra Violet B) therapy — এটাই শ্বেতীর দুনিয়াব্যাপী আধুনিকতম চিকিৎসা। আমরা জার্মানী ও আমেরিকার তৈরি সর্বাধুনিক মেশিনে whole body NBUVB therapy দিয়ে থাকি।
  3. Excimer laser: ছোট ছোট জায়গায়, treatment resistant sites যেমন ঠোঁট, জননাঙ্গসহ শরীরের চুল বিহীন অংশে খুবই কার্যকরী।
  4. Punch skin graft: সীমিত জায়গায় যেখানে উপরোক্ত চিকিৎসা পদ্ধতি কার্যকর না সেসব ক্ষেত্রে প্রযোজ্য।

চোখ মুখে সাদা দাগ নিয়ে মানসিক দুশ্চিন্তা আর সামাজিক অবহেলার শিকার হয়ে ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে দিন কাটানোর দিন শেষ। চিকিৎসা নিন। ভালো হয়ে যান। চাকরি -বাকরি-বিয়ে-শাদি করে সম্পূর্ণ স্বাভাবিক সামাজিক জীবন যাপন করুন।

কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?

আমাদের আছে —-

  1. অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ 
  2. USFDA approved যন্ত্রপাতি / Equipment 
  3. State-of-the-art technology 
  4. Result oriented চিকিৎসা 
  5. রোগীদের সন্তুষ্টি 
  6. চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.

Appointment: 01940141124
                    01835495051

Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
                   05 PM — 09 PM

Friday Closed

Scroll to Top
× Click to chat