SCABIES/ খোস, পাচড়া, চুলকানি

SCABIES/ খোস, পাচড়া, চুলকানি
Scabies একটি ছোঁয়াচে অসুখ। Sarcoptes Scabie নামক একধরণের mite দিয়ে এটি হয়। একজন থেকে অন্যজনে সরাসরি শারীরিক সংস্পর্শ, বিছানাপত্র, কাপড়চোপড় এমনকি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত লুঙ্গি -গামছা- টাওয়েল থেকেও আরেকজনের শরীরে এটি সংক্রমিত হতে পারে। স্কুল- কলেজ- মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এক জন থেকে আরেকজন আক্রান্ত হয়। বিশেষ করে যারা হোস্টেলে, এতিমখানায়, ব্যারাকে থাকে যেমন পুলিশ, বিজিবি, আর্মি, জেলখানায় কয়েদি (crowded living) — দ্রুত একে অপরকে ছড়াবে। হাসপাতালের বিছানাগুলোও এটি সংক্রমণের একটি বড় মাধ্যম।
কি হয়?
** তীব্র চুলকানি, বিশেষ করে রাতে বিশ্রামের সময় যেটা আপনার ঘুমের আরামকে হারাম করে দেবে।
** আঙুলের ফাঁক গুলো, শরীরের বিভিন্ন অংশে, জননাঙ্গে বেশি বেশি হবে। বড়দের সাধারণত মাথা/ মুখে হবে না। কিন্তু ৫ বছরের কম বয়সীদের মাথা, মুখ, হাত পায়ের তালুতে বেশি বেশি হবে।
** বাসার অন্যান্য সদস্য অথবা হোস্টেল- ব্যারাকের রুমমেটদের চুলকানি হতে পারে।
** চিকিৎসাবিহীন বা সঠিক চিকিৎসা না হলে ব্যথা, পুঁজ জমে ফোঁড়া হতে পারে। এবং কারো কারো কিডনি আক্রান্ত হতে পারে (Acute Glomerulonephritis) যেটা কিডনি নষ্ট করে দিতে পারে।

চিকিৎসা:
দ্রুত সঠিক রোগ নির্ণয় করতে হবে। এটা মূলত clinical diagnosis. তার পরপরই Anti- scabetic cream, lotion ব্যবহার করতে হবে। কখনও কখনও oral Anti- scabetic drug লাগতে পারে।
চুলকানির জন্য Anti- histamines, infection থাকলে Antibiotics লাগবে।
** পরিবারের/ রুমের সব সদস্য একসাথে চিকিৎসা নিতে হবে।
** সকলের ব্যবহৃত কাপড় চোপড়, বিছানাপত্র সব একসাথে ধুয়ে ফেলতে হবে।
** Scabies এর রোগীর সাথে শারীরিক সংস্রব পরিহার করা উচিত।

কেন Dr Dey’s Dermacare এ আসবেন ?
আমাদের আছে —-
- অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ
- USFDA approved যন্ত্রপাতি / Equipment
- State of the art technology
- Result oriented চিকিৎসা
- রোগীদের সন্তুষ্টি
- চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.
Appointment: 01940141124
01835495051
Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
05 PM — 09 PM