NAIL TREATMENT /নখের চিকিৎসা

NAIL TREATMENT /নখের চিকিৎসা
Ingrown toenail treatment:

Ingrown toenail or Onychocryptosis একটি তীব্র ব্যথাযুক্ত অসুখ যখন নখের কোনা বা পাশ (সাধারণত পায়ের বুড়ো আঙুলের নখ) নখের পার্শ্ববর্তী চামড়া অথবা মাংসের মধ্যে ঢুকে যায় এবং ফলশ্রুতিতে পুঁজ-রক্ত বের হয় ও অসহ্য ব্যথা হয়।

Common causes of ingrown toenail:

  1. Poorly fitting shoes: খুব tight অথবা সামনের দিকে সরু জুতা পায়ের নখের উপর একটা সার্বক্ষণিক চাপ দেয়। ফলে পায়ের বুড়ো আঙুলের নখ পাশের ২য় আঙুলের সাথে চাপ খায়— নখ মাংসের মধ্যে ঢুকে যায়।
  2. ভুলভাবে নখ কাটা: পায়ের নখগুলোকে সোজাভাবে কাটতে হবে। ঘুরিয়ে, বাঁকাভাবে বা অর্ধচন্দ্রাকারে কাটা যাবে না। নখগুলোকে একেবারে ছোট করেও কাটা যাবে না— তাহলে নখগুলো সংলগ্ন মাংসগুলোতে চাপ দিয়ে inflammation করবে।
  3. পায়ের অতিরিক্ত ঘাম: অতিরিক্ত ঘামের ফলে নখের পাশের চামড়া, মাংস ও nail fold নরম হয়ে যায় এবং নখগুলো সহজেই পাশের মাংসের মধ্যে ঢুকে যায়।
  4. Nail infection/ নখের সংক্রমণ: Fungal, Bacterial 
  5. Nail apparatus abnormalities & congenital causes: জন্মগতভাবে ও নখের তৈরিতে যেমন nail plate এর আকৃতিতে ত্রুটি থাকলেও এ সমস্যার উদ্ভব হতে পারে।

Clinical Features:

প্রথমে ব্যথা, লাল হয়ে যাওয়া, পরবর্তীতে ফুলে যাওয়া, পুঁজ হওয়া, granulation tissue তৈরি হওয়া এ রোগের লক্ষণ। এরপর হাঁটাচলা ও জুতার চাপে আরও ফুলে যায় এবং pus discharge হতে থাকে।

Ingrown Toenail

চিকিৎসা:

Ingrown toenail চিকিৎসার বিভিন্ন পদ্ধতি আছে। অসুখের stage & severity, ডাক্তারের দক্ষতা এবং recurrence এর ক্ষেত্রে পূর্ববর্তী চিকিৎসার উপরে এ পদ্ধতি বেছে নেয়া নির্ভর করবে।

  1. Mild to moderate lesions: হালকা ব্যথা, সামান্য লাল হওয়া, কোনো pus না আসলে conservative method অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা হবে।
  2. Moderate to severe lesions: তীব্র অসহ্য ব্যথা, সাথে অনেক বেশি লাল হয়ে যাওয়া, ঘন pus discharge —- Surgical intervention.
  3. More painful & inflammed, নখ মাংসের মধ্যে ঢুকে গেছে — Surgical intervention.
NAIL INFECTION

Bacteria, Fungus, Virus — সব জীবাণুতেই নখের সংক্রমণ হতে পারে।

ONYCHOMYCOSIS
Nail Fungus

এটা নখের fungal infection. ডায়াবেটিসের রোগীদের, এইডস রোগীদের ও খেলোয়াড়দের মধ্যে এটা বেশী বেশী হয়। নখের অস্বচ্ছ সাদা patch তৈরি হওয়া, নখ মোটা হয়ে যাওয়া এবং ধীরে ধীরে সমগ্র নখটিই নষ্ট হয়ে যায়।

কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?

আমাদের আছে —-

  1. অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ 
  2. USFDA approved যন্ত্রপাতি / Equipment 
  3. State-of-the-art technology 
  4. Result oriented চিকিৎসা 
  5. রোগীদের সন্তুষ্টি 
  6. চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.

Appointment: 01940141124
                    01835495051

Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
                   05 PM — 09 PM

Friday Closed

Scroll to Top
× Click to chat