NAIL TREATMENT /নখের চিকিৎসা

NAIL TREATMENT /নখের চিকিৎসা
Ingrown toenail treatment:
Ingrown toenail or Onychocryptosis একটি তীব্র ব্যথাযুক্ত অসুখ যখন নখের কোনা বা পাশ (সাধারণত পায়ের বুড়ো আঙুলের নখ) নখের পার্শ্ববর্তী চামড়া অথবা মাংসের মধ্যে ঢুকে যায় এবং ফলশ্রুতিতে পুঁজ-রক্ত বের হয় ও অসহ্য ব্যথা হয়।
Common causes of ingrown toenail:
- Poorly fitting shoes: খুব tight অথবা সামনের দিকে সরু জুতা পায়ের নখের উপর একটা সার্বক্ষণিক চাপ দেয়। ফলে পায়ের বুড়ো আঙুলের নখ পাশের ২য় আঙুলের সাথে চাপ খায়— নখ মাংসের মধ্যে ঢুকে যায়।
- ভুলভাবে নখ কাটা: পায়ের নখগুলোকে সোজাভাবে কাটতে হবে। ঘুরিয়ে, বাঁকাভাবে বা অর্ধচন্দ্রাকারে কাটা যাবে না। নখগুলোকে একেবারে ছোট করেও কাটা যাবে না— তাহলে নখগুলো সংলগ্ন মাংসগুলোতে চাপ দিয়ে inflammation করবে।
- পায়ের অতিরিক্ত ঘাম: অতিরিক্ত ঘামের ফলে নখের পাশের চামড়া, মাংস ও nail fold নরম হয়ে যায় এবং নখগুলো সহজেই পাশের মাংসের মধ্যে ঢুকে যায়।
- Nail infection/ নখের সংক্রমণ: Fungal, Bacterial
- Nail apparatus abnormalities & congenital causes: জন্মগতভাবে ও নখের তৈরিতে যেমন nail plate এর আকৃতিতে ত্রুটি থাকলেও এ সমস্যার উদ্ভব হতে পারে।
Clinical Features:
প্রথমে ব্যথা, লাল হয়ে যাওয়া, পরবর্তীতে ফুলে যাওয়া, পুঁজ হওয়া, granulation tissue তৈরি হওয়া এ রোগের লক্ষণ। এরপর হাঁটাচলা ও জুতার চাপে আরও ফুলে যায় এবং pus discharge হতে থাকে।

চিকিৎসা:
Ingrown toenail চিকিৎসার বিভিন্ন পদ্ধতি আছে। অসুখের stage & severity, ডাক্তারের দক্ষতা এবং recurrence এর ক্ষেত্রে পূর্ববর্তী চিকিৎসার উপরে এ পদ্ধতি বেছে নেয়া নির্ভর করবে।
- Mild to moderate lesions: হালকা ব্যথা, সামান্য লাল হওয়া, কোনো pus না আসলে conservative method অর্থাৎ ওষুধ দিয়ে চিকিৎসা হবে।
- Moderate to severe lesions: তীব্র অসহ্য ব্যথা, সাথে অনেক বেশি লাল হয়ে যাওয়া, ঘন pus discharge —- Surgical intervention.
- More painful & inflammed, নখ মাংসের মধ্যে ঢুকে গেছে — Surgical intervention.
NAIL INFECTION
Bacteria, Fungus, Virus — সব জীবাণুতেই নখের সংক্রমণ হতে পারে।
ONYCHOMYCOSIS

এটা নখের fungal infection. ডায়াবেটিসের রোগীদের, এইডস রোগীদের ও খেলোয়াড়দের মধ্যে এটা বেশী বেশী হয়। নখের অস্বচ্ছ সাদা patch তৈরি হওয়া, নখ মোটা হয়ে যাওয়া এবং ধীরে ধীরে সমগ্র নখটিই নষ্ট হয়ে যায়।
কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?
আমাদের আছে —-
- অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ
- USFDA approved যন্ত্রপাতি / Equipment
- State-of-the-art technology
- Result oriented চিকিৎসা
- রোগীদের সন্তুষ্টি
- চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.
Appointment: 01940141124
01835495051
Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
05 PM — 09 PM