ECZEMA/ ATOPIC DERMATITIS /একজিমা এর চিকিৎসা

একজিমা/ ECZEMA/ ATOPIC DERMATITIS
একজিমা খুবই প্রচলিত সার্বজনীন চর্মরোগ। তীব্র চুলকানি (intense itching), চামড়া লাল হয়ে যাওয়া (erythema), শুষ্ক ত্বক (dry skin/ xerosis), কখনও কখনও ছোট ছোট ফোস্কা পড়া, পানি পড়া (oozing), ত্বকের উপর আবরণ পড়া (crusted), চামড়া ওঠা (scaling), চামড়া শক্ত মোটা কালো হয়ে যাওয়া (lichenification) এ রোগের প্রধানতম লক্ষণসমূহ। বাচ্চাদের একটু বেশি বেশি হয়। এরসাথে হাঁপানি/ শ্বাসকষ্ট (Asthma) ও হাঁচি-কাশি (Allergic Rhinitis) থাকতে পারে।
সময়মতো উপযুক্ত চিকিৎসা করালে Atopic Dermatitis, Asthma ও Allergic Rhinitis এর বিষাক্ত বলয় থেকে উদ্ধার পাওয়া সম্ভব।
এ রোগে বাসায় কিভাবে থাকবেন / Maintenance at home :
- সুনিয়ন্ত্রত আবহাওয়া — বেশি গরম না, বেশি ঠান্ডাও না।
- ত্বক শুষ্ক হয় এমন দ্রব্যসামগ্রী ব্যবহার না করা , ঘন ঘন moisturizer ব্যবহার করা।
- আরামদায়ক ঢিলেঢালা সূতির পোশাক পরিধান করা।
- বসতবাড়ি পরিষ্কার রাখা— ধূলাবালি মুক্ত।
- ট্যালকম পাউডার ব্যবহার থেকে বিরত থাকুন।
- কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত পারফিউম ব্যবহার না করা।
একজিমার কারণ কি কি/ Causes of Atopic dermatitis :
বংশগত এবং পারিপার্শ্বিক আবহাওয়ার (Genetic & Environmental) সম্মিলিত প্রভাবে একজিমা হয়। চামড়ার barrier function নষ্ট হয়ে যায়, চামড়ার আর্দ্রতা নষ্ট হয়। ফলশ্রুতিতে চামড়া শুষ্ক, easily irritated and hypersensitive হয়ে পড়ে। যেকোনো জীবাণুর সংক্রমণও (Bacterial, Viral or Fungal) দ্রুত হয়।

- Repairing and maintaining a healthy skin barrier
- Treating the rashes
- Improving the itch
চামড়ার আর্দ্রতা রক্ষা, ওষুধ ব্যবহার করা ও সাধারণ নিয়মাবলী পালন করাই সর্বপ্রথম ও জরুরী চিকিৎসা। Antihistamines, Emolients, Topical Steroids & Calcenurin inhibitors, Oral Steroids— অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতো সঠিকভাবে ব্যবহার করতে হবে। মনে রাখত হবে যে এসব ওষুধ নিজের খেয়ালখুশিমতো ব্যবহার করতে গিয়ে বাচ্চার চামড়ার এবং তার সামগ্রিক শারীরিক ও মানসিক বৃদ্ধির উপর মারাত্মক ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে।


- NBUVB therapy
- Immunosuppressant drugs
আমাদের সেন্টারে একজিমার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা– ওষুধ, NBUVB therapyসহ সব ব্যবস্থাই আছে। জটিলতামুক্ত স্বাভাবিক জীবনের জন্য চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারেন।
কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?
আমাদের আছে —-
- অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ
- USFDA approved যন্ত্রপাতি / Equipment
- State-of-the-art technology
- Result oriented চিকিৎসা
- রোগীদের সন্তুষ্টি
- চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.
Appointment: 01940141124
01835495051
Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
05 PM — 09 PM