Dermatophytosis/Fungus/দাদ/দাউদ এর চিকিৎসা

Tinea or Ring worm infection (দাউদ) একটি ইনফেকশন যেটা চুলকায় (itchy rashes) এবং শরীরের যেকোনো অংশে যেকোনো বয়সে নারী-পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে। মূলত শরীরের ভেজা (moist or wet) জায়গায় এটা বেশি হয়। এটা সংক্রামক অসুখ এবং দীর্ঘদিন সরাসরি শারীরিক সংস্পর্শে এটা সহজেই অন্যদের শরীরে সংক্রমিত হতে পারে।

Fungus /দাদ/দাউদ
কিভাবে আমরা দাউদে সংক্রমিত হতে পারি/ How can we get infected with Fungus?
  1. অন্য সংক্রমিত ব্যক্তি থেকে সরাসরি সংস্পর্শে (Person to person contact)
  2. পোষা কুকুর, বিড়াল, গরু, এবং সংক্রমিত ইঁদুর থেকেও এটা ছড়াতে পারে।
  3. সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ব্যবহার্য চিরুনি, বিছানার চাদর, গামছা/টাওয়েল থেকেও সংক্রমণ ছড়াতে পারে।
  4. কখনো কখনো মাটি থেকেও সংক্রমণ ছড়াতে পারে।

তবে সংক্রমণের জন্য ভেজা/ আর্দ্র চামড়া অথবা চামড়ার কোনো কাটা-ছেড়া জায়গা সবার উপরে স্থান পাবে।

দাউদের চিকিৎসার কি কি পদ্ধতি আছে/ What are the treatment modalities available?

সবার আগে রোগ নির্ণয় সঠিক হতে হবে (confirmation of diagnosis)।

  1. ত্বকে লাগানোর মলম।
  2. মুখে খাবার Antifungal drugs 
  3. ওষুধের পাশাপাশি Antifungal soap or dusting powder ব্যবহার করা যায়।
  4. নখের fungal infection বা আঙুলের ফাঁকের  drug resistant অসুখে laser একটা ভালো option.

Cream কিভাবে লাগাবেন/ How to apply creams??

আক্রান্ত স্থানের উপরে এবং তার চারপাশের ভালো চামড়ায় কমপক্ষে 2cm পর্যন্ত ক্রীম লাগাতে হবে। কয়েকদিনের মধ্যে rash কমতে থাকবে। কিন্তু চিকিৎসকের পরামর্শ ব্যতীত হঠাৎ মলম লাগানো বন্ধ করা যাবে না। 6–8 সপ্তাহ, কখনও কখনও বেশি সময় মলম লাগাতে হতে পারে।

কতদিনে ফলাফল বুঝতে পারবেন/ When to expect results??

  1. সপ্তাহ খানেকের মধ্যে চুলকানি কমে যাবে। কিন্তু পূর্ণাঙ্গ সুস্থতার জন্য এক থেকে দুই মাস লাগতে পারে।
  2. হাত-পায়ের সংক্রমণে সময় বেশি লাগবে। নখের ক্ষেত্রে ৬ মাস থেকে ২ বছর লাগতে পারে।
  3. Resistant form এ দীর্ঘ সময়ের চিকিৎসা লাগতে পারে।
  4. Immunocompromised রোগীর ক্ষেত্রেও সময় বেশি লাগবে।

DO’S/ কি কি করণীয়:

  1. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী entire course of antifungal therapy (পুরো কোর্সের ওষুধ) খেতে হবে। অন্যথায় antifungal drug resistance তৈরি হবে, অসুখ ফিরে আসবে। Retreament মানেই হলো দীর্ঘস্থায়ী, বেশি বেশি অর্থব্যয় ও ভোগান্তি। Diagnosis confirm না করে দোকান থেকে মর্জিমাফিক ওষুধ খাওয়াও drug resistance & treatment failure এর একটা বড় কারণ।
  2. বাসার সকল আক্রান্ত সদস্যকে একইসাথে চিকিৎসা নিতে হবে।
  3. পোষা প্রাণীরা আক্রান্ত হলে পশুচিকিৎসককে দিয়ে চিকিৎসা করান।
  4. ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। প্রতিদিনের গোসল, টাওয়েল, বিছানার চাদর, পোষাক, মোজা, অন্তর্বাস সমূহ পরিষ্কার করতে হবে।
  5. চামড়া শুকনো রাখতে হবে। কুঁচকি (Groin), বগল (Axilla), পায়ের আঙ্গুলের ফাঁকগুলো পানি লাগলে (গোসল, ওজু করা, ঘাম) বিশেষভাবে শুকনো রাখতে হবে।
  6. ঢিলেঢালা পোশাক পরতে হবে।

DON’T s/ কি কি করবেন না?

  1. ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যসামগ্রী যেমন চিরুনি, টাওয়েল/গামছা, পোশাক ভাগাভাগি করবেন না।
  2. দোকান থেকে নিজে নিজে (over the counter) steroid cream নিয়ে লাগাবেন না। প্রথমে rash কমে যাবে, চুলকানি কমবে কিন্তু খুব শীঘ্রই শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়বে। আক্রান্ত স্থানের চামড়া নষ্ট হয়ে যাবে ও পরে Antifungal ওষুধগুলো কাজ করবে না।
  3. একই রকম দেখতে বলে একই অসুখ মনে করে অন্যান্যদের সাথে আপনার ক্রীম ভাগাভাগি করবেন না। একই রকম দেখতে চামড়ার অনেক অসুখ থাকতে পারে। তখন হিতে বিপরীত হবে।

কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?

আমাদের আছে —-

  1. অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ 
  2. USFDA approved যন্ত্রপাতি / Equipment 
  3. State of the art technology 
  4. Result oriented চিকিৎসা 
  5. রোগীদের সন্তুষ্টি 
  6. চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.

Appointment: 01940141124
                    01835495051

Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
                   05 PM — 09 PM

Friday Closed

Scroll to Top
× Click to chat