DARK CIRCLES/ চোখের পাশের কালো দাগের চিকিৎসা

DARK CIRCLES/ চোখের পাশের কালো দাগ

Highlights:

** Dark circle এর প্রধান কারণসমূহ বংশগত, বয়স, Atopic diseases ও জীবন পদ্ধতি (life style)

** Dark circle প্রধানত ৩ রকমের — pigmented, structural & vascular.

** আমরা লাগানোর মলম (topical cream), chemical Peels, PRP ও laser চিকিৎসা দিয়ে থাকি।

** অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে প্রত্যেকের উজ্জ্বলতর (brighter), স্বাস্থ্যসম্মত (healthier looking) চোখের পাশের ত্বকের যত্ন নিয়ে থাকি।

নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই চোখের নিচে কালো দাগ একটা সাধারণ সমস্যা। এটা মানুষকে ক্লান্ত ও পরিশ্রান্ত দেখায়। অনেকেই বিভিন্ন ধরনের প্রসাধনী দিয়ে এটাকে আড়াল করতে চায় কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার মতো প্রকৃত সমস্যা সয়য়ে সময়ে বের হয়ে পড়ে। বয়সের ভার, বংশগত, অধিক পরিমাণে রোদে থাকা, পানিশূন্যতা এক্ষেত্রে পরিস্থিতিকে জটিলতর করতে থাকে। সমস্ত সমস্যাবলি বিচার বিশ্লেষণ করে আমরা আপনাকে একটি সঠিক পথের দিশা দিতে চেষ্টা করি — আপনার তারুণ্যদীপ্ত চেহারাকে ধরে রাখার চেষ্টা করি।

What is dark circle?

Dark circle কে peri-orbital hyperpigmentation ও বলা হয়। চোখের পাশ দিয়ে blue, purple, brown, black — বিভিন্ন রংয়ের হতে পারে। এটা আপনাকে প্রকৃত বয়সের তুলনায় শ্রান্ত-ক্লান্ত-বিধ্বস্ত ও বয়স্ক দেখাবে। এটা ঠিক medical concern না, বরং cosmetic কারণ যেটার চিকিৎসা আপনাকে refreshed & youthful looking দেয়।

Dark Circle

Causes of dark circle / চোখের পাশের কালো দাগের কারণসমূহ:

** বংশগত (Genetic or Family history)

** এলার্জি (Atopic Diseases)

** বয়স 

** চোখের চারপাশে চামড়ার নিচে চর্বি কমে যাওয়া।

** কম ঘুম ও বাজে ঘুমের অভ্যাস

** বেশি বেশি রোদে যাওয়া।

** Acanthosis Nigricans

** পানিশূন্যতা (Dehydration)

** ধূমপান ও মদ্যপান 

** Dermatitis & some other skin problems

Treatments for Dark Circle at Dr. Dey’s Dermacare/ Dr. Dey’s Dermacare -এ dark circle -এর চিকিৎসাসমূহ:

আমরা আমাদের সেন্টারে নবতর প্রযুক্তিতে dark circle এর জন্য অত্যাধুনিক চিকিৎসা সুবিধা দিয়ে থাকি:

    1. Topical treatment: বিভিন্ন ধরনের ক্রীম, সেরাম বা ফর্সা করার লোশন প্রেসক্রাইব করা হয়।  পার্শ্বপ্রতিক্রিয়া এড়ানোর জন্য এগুলো শুধু prescribed & medicated products ব্যবহার করা উচিত।
   2. Chemical Peels: চোখের পাশের পাতলা ত্বকের উপযোগী বিভিন্ন ধরনের mild peel ব্যবহার করা হয়।
   3. Laser Therapy: Fractional laser or Q-switch laser দিয়ে বেশ ভালো ফলাফল আসে।
   4. Dermal Fillers: যাদের চোখের পাশের চর্বি ক্ষয়ে গেছে বা গর্ত দেখাচ্ছে।
   5. Microneedling with PRP: নতুন নতুন রক্তনালী তৈরি ও collagen তৈরি করে ভালো ফলাফল দেয়।

কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?

আমাদের আছে —-

  1. অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ 
  2. USFDA approved যন্ত্রপাতি / Equipment 
  3. State of the art technology 
  4. Result oriented চিকিৎসা 
  5. রোগীদের সন্তুষ্টি 
  6. চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.

Appointment: 01940141124
                    01835495051

Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
                   05 PM — 09 PM

Friday Closed

Scroll to Top
× Click to chat