BOTOX TREATMENT

মানুষের মুখমণ্ডলের নান্দনিক উপস্থাপনায় Botox ও Filler injection এর ভূমিকা অপরিসীম। মুখের ত্বকের ভাঁজ দূর করা, ঝুলে পড়া চামড়া টানটান করার জন্য দুনিয়াব্যাপী Botox injection ও Filler injection এখন বহুল প্রচলিত ও জনপ্রিয় চিকিৎসা।
BOTOX কি?
Botulinum toxin কে সংক্ষেপে আমরা Botox বলি। এটা আসলে Clostridium botulinum নামক ব্যাকটেরিয়ার দেহ নিঃসৃত exotoxin. এটাকে পরিশোধনের মাধ্যমে injection আকারে মানুষের শরীরের বিভিন্ন ধরনের অসুখের চিকিৎসায় ও সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করা হয়। চিকিৎসা জগতে সমগ্র পৃথিবীব্যাপী এটা Botox injection নামে বহুল প্রচলিত ও জনপ্রিয় একটি চিকিৎসা পদ্ধতি।
কোন কোন অসুখে Botox injection ব্যবহার করা হয়?
Neurology, Eye, ENT ও অন্যান্য: Strabismus, Hemifacial spasms, Focal dystonia,, Migraine, Squint, Hypersalivation, Urinary bladder & anal dystonia.

Dermatology/ Aesthetic uses of Botox
চর্মরোগ/ নান্দনিক সৌন্দর্যবর্ধনে:
# Glabellar lines — দুই চোখের মাঝে নাকের উপরে ভাঁজ পড়া। চেহারায় সবসময় একটা বিরক্তির ভাব বা রাগি রাগি ভাব হয়ে থাকে।
# কপালের ভাঁজ/ Forehead wrinkles — কপালে আড়াআড়িভাবে ভাঁজ পড়ে বয়স্ক ও বিরক্ত চেহারা করে রাখা।
# Crow’s feet– দুই চোখের পাশের ত্বকে ৩ অথবা ৫টা গভীর ভাঁজ পড়ে কাকের পায়ের মতো কুঁচকানো ও বিশ্রী দেখায়।
# গলার চামড়া ঝুলে যাওয়া ও ভাঁজ পড়া।
# হাত পায়ের তালুর অতিরিক্ত ঘাম দূর করা।
যখন ওষুধ বা প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতি ব্যর্থ, তখন এটা ম্যাজিকের মতো কাজ করে। তাই এটাকে Miracle Poison বা অলৌকিক বিষ বলে।
Botox injection দেওয়ার কতদিন পর কাজ করে?
সাধারণত ইনজেকশন দেওয়ার ১– ২ সপ্তাহের মধ্যে এটার কাজ সম্পূর্ণ বোঝা যায়।
কতদিন পর্যন্ত কাজ করে?
সাধারণত ৪–৫ মাস পর্যন্ত Botox injection এর কার্যকারিতা থাকে। সেজন্য বছরে ২ বার করে কয়েকবার Botox injection নেওয়ার দরকার হয়।
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
পৃথিবীর সকল চিকিৎসা পদ্ধতির কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। Botox injection এরও আছে। তবে এগুলো সবই mild & transient. ইনজেকশন দেওয়ার জায়গায় মৃদু ব্যথা হতে পারে। কারো কারো চোখের উপরের পাতা ঝুলে পড়তে পারে (Ptosi)— দেখতে ঘুমে ঢুলুঢুলু মনে হয়। তবে এটা কয়েকদিনের মধ্যেই ভালো হয়ে যায়।
সব মিলিয়ে বলা যায়, বয়সকে পাশ কাটিয়ে টানটান যৌবনদীপ্ত মুখমণ্ডলের উপস্থাপনায় Botox injection অত্যন্ত কার্যকর চিকিৎসা পদ্ধতি।
Botox & Fillers সম্পর্কে সংক্ষিপ্ত:
# ত্বকের ভাঁজ (wrinkles) দূর করে ত্বক টানটান করতে (skin tightening)
# ত্বকের শুষ্কতা দূর করে (dry skin correction), ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায় (skin glowing)
# Lip augmentation
# Skin Boostering
# Crow’s feet removal (চোখের পাশের ভাঁজ দূর করে)
# Forehead wrinkles (কপালের ভাঁজ দূর করে)
# Glabellar lines removal (নাকের উপরিভাগে দুচোখের মাঝে রাগী রাগী ভাব দূর) করার জন্য যোগাযোগ করুন Dr Dey’s Dermacare এ।
কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?
আমাদের আছে —-
- অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ
- USFDA approved যন্ত্রপাতি / Equipment
- State of the art technology
- Result oriented চিকিৎসা
- রোগীদের সন্তুষ্টি
- চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.
Appointment: 01940141124
01835495051
Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
05 PM — 09 PM