ACNE/ PIMPLE/ব্রণের চিকিৎসা

ACNE/ PIMPLE/ব্রণ

Highlights:

** আমরা ব্রণের চিকিৎসায় প্রত্যেক রোগীকে তার নিজস্ব স্বকীয়তায় চিকিৎসা দিয়ে থাকি। যেমন — ওষুধ, কেমিক্যাল পিলিং (Chemical peeling), লেজার ( laser), LED light therapy ইত্যাদি।

** অভিজ্ঞ দক্ষ চর্মরোগ বিশেষজ্ঞ কর্তৃক USFDA  অনুমোদিত প্রযুক্তিতে ও যন্ত্রপাতিতে চিকিৎসা করা হয়।

** খুটিনাটি aftercare plan এবং অগ্রসরমান প্রযুক্তি আপনার ত্বকের কার্যকর ও নিরাপদ ফলাফল নিয়ে আসবে।

ব্রণ কি ? / What is Acne?

ত্বকের সবচেয়ে সার্বজনীন সমস্যা ব্রণ। যৌবনে প্রতি পাঁচ জনের মধ্যে তিন জনের কোনো না কোনোভাবে ব্রণের উপদ্রব হয়ে থাকে।

আপনার ত্বকে খুব ছোট ছোট গর্ত / ছিদ্র (pore) আছে। এগুলোর মধ্যে ত্বকের নিজস্ব তেল (Sebaceous gland secretion), জীবাণু, ত্বকের মৃত কোষ ও ময়লা জমে। পরবর্তীতে Sebaceous duct গুলোর মুখ বন্ধ হয়ে যায় ও Sebaceous gland inflammation হয়ে ব্রণ/ Acne/ Pimple তৈরি হয়।

Acne/Pimple/ব্রণ

ব্রণের কারণসমূহ (Causes of Acne):

4টি প্রধান কারণে ব্রণ হয় :

  1. Sebaceous gland থেকে বেশি বেশি sebum নিঃসরণ হওয়া।
  2. Pilosebaceous duct গুলোর মুখ বন্ধ হয়ে যাওয়া।
  3. Androgen hormone নিঃসরণ হওয়া।
  4. Propionibacterium Acne নামক এক প্রকার ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি।

উপরোক্ত কারণগুলোর পরেও যেগুলো দেখতে হবে :

* পারিবারিক ব্রণের ইতিহাস (Hereditary) 

* হরমোনজনিত ( Hormonal imbalance/ fluctuations)

* মেয়েদের মাসিক ঋতুস্রাব (Menstrual History)

* PCOS

* কসমেটিকসের ব্যবহার

* ব্রণগুলো খোটাখুটি করা (squeezing or pricking of Acne)

* অতিরিক্ত চর্বি/ শর্করা জাতীয় খাবার খাওয়া (Fast Food)

* অতিরিক্ত ধূলাবালি/ ঘাম (Environmental factors)

* কোনো কোনো ওষুধ (Steroids)

* ধূমপান ও মদ্যপান।

চিকিৎসার আগে অবশ্যই রোগ নির্ণয় ও তার কারণ সমূহ সঠিকভাবে জানতে হবে। তবেই রোগের মূলোৎপাটন করে দীর্ঘস্থায়ী সমাধান করা সম্ভব হবে।

Acne Scar কি?

ব্রণ চিকিৎসা ঠিকমতো না হলে বিশেষত Nodular Acne, Inflammatory Acne ও Cystic Acne শুকানোর সময় ত্বকের গঠনে স্থায়ীভাবে গর্ত বা Scar তৈরি করতে পারে। শরীরের তৈলাক্ত অংশে (oil rich area) এগুলো বেশি হয় এবং সারাজীবন এ ক্ষতচিহ্নগুলো স্মারক হিসেবে থেকে যায় মুখমণ্ডল, পিঠ, বাহু (Shoulders) বেশি ক্ষতিগ্রস্ত হয়।

Acne scar

ব্রণের চিকিৎসা কেন করাবেন/ Benefits of Acne treatment:

** Clearer face / ত্বক পরিষ্কার হবে। বর্তমান ব্রণগুলো দূর হবে, নতুন ব্রণ ওঠা বন্ধ হবে।

** Boosted confidence: ব্রণের ফলে সৃষ্ট গর্ত সময়মতো সঠিক চিকিৎসায় ঠিক করা সম্ভব। এবং Lifelong embarrassment থেকে মুক্ত থাকতে পারেন।

** Improved skin health: ব্রণের সঠিক চিকিৎসা ও সার্বক্ষণিক ত্বকের পরিচর্যা দীর্ঘমেয়াদি ত্বকের স্বাস্থ্য ও ঔজ্জ্বল্য ঠিক রাখে। ব্রণের চিকিৎসায় dilated pore কমায়, তৈলাক্ততা কমায়, কোমল মসৃণ healthier looking ত্বক উপহার দেয়।

Treatment and solutions for Acne & Acne scars at Dr Dey’s Dermacare/  Dr Dey’s Dermacare এ ব্রণ ও ব্রণের গর্তের চিকিৎসা : ব্রণের চিকিৎসার বহুবিধ পদ্ধতি  (modalities)আছে। তেমনি আছে তাদের জটিলতা সমূহ ( Scar, PIH/ দাগ) সমাধানের পদ্ধতি। আপনার বয়স, ব্রণের ধরণ, তার severity এবং তাদের জটিলতা অনুযায়ী চিকিৎসার পদ্ধতি নির্ভর করবে। চিকিৎসার অর্থ বর্তমান ব্রণগুলো ভালো করা, নতুন নতুন ব্রণ ওঠা বন্ধ করা এবং complications যেমন দাগ, গর্ত (scar) দূর করা। আমরা আপনার অসুখের অবস্থানুযায়ী নিম্নোক্ত এক বা একাধিক পদ্ধতির সমন্বয়ে আপনার ব্রণের চিকিৎসা দিয়ে থাকি:
  1. Topical medications/লাগানোর ওষুধ — cream, lotion ইত্যাদি।
  2. Oral medications/ মুখে খাবার ওষুধ —mild to moderate severe acne.
  3. Chemical Peels — আপনার ত্বকের ধরণ, ব্রণের ধরণ, তৈলাক্ততা, দাগ, ভাঁজ ইত্যাদির উপর নির্ভর করে বিভিন্ন ধরনের peels ব্যবহার করা হয়।
  4. Microdermabrasion/ Diamond peeling: ব্রণ, black heads/ white heads, dilated pores, mild wrinkles ঠিক করে।
  5. Laser therapy: Moderate to severe acne, দাগ (PIH), গর্ত (Acne scars) দূর করে।
  6. a) Acne -containing bacteria ধ্বংস করে। 
    b) Post-acne scars দূর করে।
    c) Inflammation/redness দূর করে।
    d) ব্রণের দাগ (PIH) তাড়িয়ে কোমল মসৃণ উজ্জ্বল নবীন ত্বক তৈরি করে।
    e) Oil gland ধ্বংস করে, তৈলাক্ততা কমায়। ফলে ভবিষ্যতে নতুন নতুন ব্রণ ওঠার সম্ভাবনা কমায়।
  7. LED light therapy: Bacteria ধ্বংস করে, redness & oil কমায়।
  8. Comedone extraction: Black & white head গুলো বিশেষ পদ্ধতিতে বের করে দ্রুত ও কার্যকরভাবে ব্রণ তাড়াতে সাহায্য করে।
  9. Facial Showering/ Skin boostering.

আমরা বিশ্বখ্যাত Fotona Star Walker MaQX laser দিয়ে আমাদের সেন্টারে ব্রণের চিকিৎসা দিয়ে থাকি। এটা মুখমণ্ডলের ব্রণের একটি দ্রুত ও সহজ সমাধান:

  1. নিরাপদ ও কার্যকর।
  2. ওষুধের তেমন দরকার নেই।
  3. নিয়ন্ত্রিত, সঠিক ও সুনির্দিষ্ট।
  4. ত্বকের texture & tone উন্নত করে।
  5. বড় ও ছোট সব জায়গার জন্য উপযোগী।
  6. দ্রুত ও মৃদু, ব্যথা বিহীন পদ্ধতি।

এছাড়াও ব্রণের গর্ত/Scar তাড়ানোর জন্য Fractional CO2 &  Erbium YAG laser দিয়ে চিকিৎসা করা হয়

কেন Dr. Dey’s Dermacare এ আসবেন ?

আমাদের আছে —-

  1. অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ 
  2. USFDA approved যন্ত্রপাতি / Equipment 
  3. State-of-the-art technology 
  4. Result oriented চিকিৎসা 
  5. রোগীদের সন্তুষ্টি 
  6. চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.

Appointment: 01940141124
                    01835495051

Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
                   05 PM — 09 PM

Friday Closed

× Click to chat