Dr. Nishith Ranjan Dey

Dr. Nishith Ranjan Dey চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS degree অর্জন করেন। পরবর্তীতে চর্ম ও যৌন রোগের উপরে MD degree এবং Great Britain থেকে সাম্মানিক FRCP degree অর্জন করেন। দীর্ঘ সরকারি চাকুরি জীবনে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে বাংলাদেশের বিভিন্ন বিভাগের বিভিন্ন সরকারি উপজেলা হেলথ কমপ্লেক্স, জেনারেল হাসপাতালসহ দীর্ঘদিন রাঙামাটি মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যাপনা করেছেন। সম্প্রতি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চর্ম ও যৌন রোগের সহযোগি অধ্যাপক হিসেবে সরকারি চাকুরি থেকে অবসরে গেছেন।

Dr. Nishith Ranjan Dey বাংলাদেশ ছাড়াও India, Italy, ThailandLaser, Cosmetology, Aesthetic Dermatology & Regenerative Medicine এর উপর উচ্চতর ট্রেনিং  নিয়েছেন। দেশে বিদেশে অসংখ্য সেমিনার সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন। বাংলাদেশের grassroot level থেকে Tertiary Hospital পর্যন্ত রোগিদের চর্ম, যৌন ও Aesthetic Dermatology র উপর চিকিৎসা প্রদান ও রিসার্চ করেছেন।

দীর্ঘ সময় ধরে বহুবিধ রোগের চিকিৎসার অভিজ্ঞতায় অভিজ্ঞ Dr. Nishith Ranjan Dey বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি এবং ইউরোপীয়ান ডার্মাটোলজিক্যাল সোসাইটির সম্মানিত সদস্য।

Working experience: 

Different Upazila Health Complexes, District Hospitals, and Rangamati Medical College & Chittagong Medical College as employee of the Government of the People’s Republic of Bangladesh 

Specially trained in:

Bangladesh, India, Italy & Thailand 

Special training on:

Laser

Cosmetology

Regenerative Medicine 

Honourable member of:

— Bangladesh Dermatological Society 

— European Dermatology Society

About Dr. Dey

Dr. Nishith Ranjan Dey

ডাঃ নিশীথ রঞ্জন দে

এমবিবিএস, এমডি, এফআরসিপি

লেজার ও কসমেটিক ডার্মাটোলজিতে বিষেশ প্রশিক্ষণপ্রাপ্ত

সহযোগী অধ্যাপক(Former)

চর্ম ও যোনরোগ বিভাগ

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল

Dr. Dey's dermacare-an excellent skin care doctor in chittagong
Scroll to Top
× Click to chat