HAIR TREATMENT/ চুলের চিকিৎসা

চুলের সাধারণত ২ ধরনের চিকিৎসা দরকার হয়।
১। Hair Fall (Alopecia) / চুল পড়া / টাক হওয়া
২। Unwanted Hair Removal / অনাকাঙ্খিত চূল দূর করা।
এর বাইরে চুলের সাধারণ যত্ন তো আছেই।
HAIR FALL/ চুল পড়া ও টাক হওয়া:
Highlights:
- সব বয়সের নারী-পুরুষের মাথার চুল বেশি বেশি পড়তে পারে যা তাদের আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসকে প্রভাবিত করে।
- চুল পড়ার মূল কারণ চিহ্নিত করা চিকিৎসার জন্য জরুরি।
- Dr Dey’s Dermacare এ PRP, Mesotherapy, Exosomes therapy সহ চুল পড়া বন্ধ করা ও নতুন চুল গজানোর জন্য আধুনিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয়।
- চুল পড়া ও টাক হওয়া একটি ব্যাপক সমস্যা। প্রকৃত কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসায় আমরা আপনার অস্বস্তি দূর করতে ও মনোবল বাড়াতে সাহায্য করি।

চুল পড়া ও টাক হওয়ার কারণসমূহ/Causes of hair fall & baldness:
১। Genetic — বংশ পরম্পরা চুল পড়া ও টাক হওয়ার সবচেয়ে বড় কারণ। এটাকে আমরা Androgenetic Alopecia or Patterned Alopecia বলে থাকি। ছেলেদের হলে Male Pattern ও মেয়েদের হলে Female Pattern Alopecia বলে। এদের ক্ষেত্রে Androgen হরমোনের প্রভাব সুবিদিত।
২। হরমোনজনিত– Android hormone, Thyroid hormone, PCOS
৩। Nutritional — ভিটামিন, মিনারেল, প্রোটিন ঘাটতি জনিত অপুষ্টি, ওজন কমানোর জন্য crush dieting
৪। Autoimmune — Alopecia Areata, SLE, DLE
৫। চর্মরোগ– Cicatricial & non Cicatricial alopecia, burn, trauma
৬। Infections — Bacterial, fungal & viral
৭। বিবিধ— Telogen effluvium, stressful life, সন্তান জন্ম দেওয়ার পর মায়েদের, গুরুতর অসুস্থতা, কিছু কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, trichotillomania.

Who will be benefitted by hair treatment?
কে কখন চিকিৎসার জন্য আসবেন?
আপনি যদি ১৬ বছরের বেশি বয়সী হন এবং নীচের লক্ষণসমূহের কোনো একটি দেখা দেয় তবে বুঝবেন আমাদের Dr. Dey’s Dermacare এ এসে বিশেষজ্ঞের মতামত ও চিকিৎসা নেওয়ার প্রকৃষ্ট সময় হয়েছে:
- সিঁথি চওড়া হয়ে যাচ্ছে
- Hair line উপরের দিকে উঠে যাচ্ছে
- বেশি বেশি চুল পড়ছে, টান দিলে বা চিরুনির সাথে আগের চেয়ে বেশি বেশি চুল উঠছে
- টাক পড়ে যাচ্ছে
- চুলের গোড়ায় ব্যথা বা চুলকানি হচ্ছে।
Treatments for hair fall in Dr. Dey’s Dermacare/ চিকিৎসাসমূহ:
১। Medications/ওষুধ: মূল কারণ উদঘাটন শেষে সে অনুযায়ী মুখে খাবার ওষুধ বা লাগানোর ওষুধ দেওয়া।
২। Nutrition maintenance: খাদ্যাভ্যাস ঠিক করা।
৩। PRP (Platelet Rich Plasma) therapy: রোগীর নিজের শরীরের রক্ত নিয়ে বিশেষ যন্ত্রের সাহায্যে তার platelet আলাদা করে চুলের গোড়ায় ইনজেকশন আকারে দেওয়া হয়। Platelet এর মধ্যের বিভিন্ন growth factor চুলের hair follicle গুলোকে stimulate করে, চুলের বৃদ্ধি বাড়ায়, চুল মোটা তাজা করে ও নতুন চুল গজাতে সাহায্য করে। পার্শ্বপ্রতিক্রিয়াহীন এ পদ্ধতি বর্তমান সময়ে দুনিয়াব্যাপী চুলের জন্য সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয় পদ্ধতি।
৪। Mesotherapy — মাথার scalp এ vitamins, minerals & nutrients solution সরাসরি ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়।
৫। Exosomes — Latest technology & we are the pioneer in Chattagram. এরা কোষের বাইরের extracellular vesicles যা সব ধরনের প্রাণীজ ও উদ্ভিদ কোষে তৈরি হয়। ফলাফল খুবই ভালো।
UNWANTED HAIR/ অনাকাঙ্খিত চুল :
Highlights:
- আমরা USFDA অনুমোদিত অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চুল দূরীকরণের উন্নততর চিকিৎসা দিয়ে থাকি।
- প্রথাগত চুল দূরীকরণের চেয়ে অনেক বেশি দ্রুত, কার্যকর ও ব্যথামুক্ত পদ্ধতি।
- চট্টগ্রামে আমরাই Laser Hair Removal (LHR)-এর পথিকৃৎ।
মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে অপ্রয়োজনীয় অতিরিক্ত অবাঞ্ছিত অনাকাঙ্খিত চুল অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতি তৈরি করে এবং কারো কারো মনোবলেও চিড় ধরায়। বিশেষ করে মহিলাদের মুখে চুল-দাড়ি-গোফ আমাদের জন্য সামাজিক সমস্যা। Dr Dey’s Dermacare আপনাকে অত্যাধুনিক Laser Hair Removal treatment করবে যা আপনাকে মসৃণ লোমবিহীন ত্বক ও আত্মবিশ্বাসে ভরপুর নতুন জীবন দেবে।

Causes of unwanted hairs/ অনাকাঙ্খিত চুলের কারণ:
- Genetic/Familial: কোনো কোনো মানুষের জন্মগতভাবে বা বংশানুক্রমিকভাবে বেশি বেশি চুল থাকতে পারে।
- Hormonal imbalance এবং কিছু কিছু অসুখ যেমন মেয়েদের PCOS, Menopause ইত্যাদিতে পুরুষদের মতো চুল ( গোঁফ-দাড়ি এবং শরীরেও) গজাতে পারে যেটাকে আমরা hirsutism বলে থাকি।
- কোনো কোনো চিকিৎসা বা ওষুধের জন্য শরীরে বেশি বেশি চুল গজায়।

Benefits of Laser Hair Removal (LHR) / লেজার চুল দূরীকরণের উপকারিতা:
- কয়েকবার LHR করলেই চুল উল্লেখযোগ্য সংখ্যায় কমে যায়। কারো কারো চিরতরে চুল ওঠা বন্ধ হয়ে যায়।
- দীর্ঘস্থায়ী মসৃণতা আনে।
- দ্রুত, প্রায় ব্যথাহীন ও কার্যকরী পদ্ধতি।
- Procedure চলাকালীন বা পরবর্তীতে তেমন কোন অস্বস্তি বোধ হয় না।
- শরীরের বিভিন্ন অংশের চুল দূর করা যায়।
- অর্থ সাশ্রয়ী।
শরীরের কোন্ কোন্ অংশের চুল দূর করা যায়??
@ Full Body
@ Face/ মুখমণ্ডল — ওষ্ঠের উপরিভাগে, থুতনি, নীচের দিকে, গলা
@ Back/ পিঠ
@ Chest/ বুক
@ Shoulders/ বাহু
@ Legs/পা
@ forearms & arms/ হাত
@ Underarms ( Axilla / Armpits)
@ Bikini Area

কেন Dr Dey’s Dermacare এ আসবেন ?
আমাদের আছে —-
- অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞ
- USFDA approved যন্ত্রপাতি / Equipment
- State of the art technology
- Result oriented চিকিৎসা
- রোগীদের সন্তুষ্টি
- চট্টগ্রামে আমরাই একমাত্র স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ Skin care center.
Appointment: 01940141124
01835495051
Cosulting Days: Saturday — Thursday
Open Hours: 10 AM — 01 PM
05 PM — 09 PM